ইউপি নির্বাচন: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি নভেম্বর ১৭, ২০২১, ১২:২৯ পিএম
ছবি: আগামী নিউজ

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী বলেছেন, 'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ২৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিন। এতে অবহেলিত এই জনপদের ব্যপক উন্নয়ন হবে।'

মঙ্গলবার রাতে উপজেলার পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসা মাঠে বেলকা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মজির পক্ষে ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মিসেস আফরুজা বারী আরও বলেন, 'নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। যারা নৌকা চেয়ে নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হয়েছে। তারা আওয়ামী লীগের পরিচয়ে ভোট চাইবে তাই তাদেরকে ভোট দিবেন না।'

ভোটারদের উদ্যেশ্য করে মিসেস বারী বলেন, 'আমার ছোট ভাই শহিদ মঞ্জুরুল ইসলাম লিটন এমপি আপনাদের খুব প্রিয় ছিলেন। তাকে শহিদ করা হয়েছে। তাঁর রক্তের প্রতিশোধ নিতে নৌকায় ভোট দিতে হবে। আমার ছোট লিটন আজ নেই। আমি আপনাদের মাঝে আমার আরেক ছোটভাই মজিবর রহমান মজিকে রেখে গেলাম। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন, অবহেলিত এই চরাঞ্চলের উন্নয়ন হবেই হবে।'

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডাক্টার ফয়জার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি।

ছাত্রলীগ নেতা রতন মিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মাওলানা আইয়ুব হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলম মিয়া, সমাজ সেবক রবিউল ইসলাম, আনারুল ইসলাম, মিলন বিদেশি, রমজান আলী, বাবলু মিয়া প্রমূখ।

আগামীনিউজ/ হাসান