ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

কুড়িগ্রাম প্রতিনিধি নভেম্বর ৬, ২০২১, ০৪:২৬ পিএম
ছবিঃ আগামী নিউজ

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন "এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা সমবায় অফিসার কাউসার আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী বাদশা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হূদা দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, সফল সমবায়ী সদস্য পারুল বেগমসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে ১১ সমবায়ী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।