গাইবান্ধা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজারে আওয়ামী লীগ ও এলাকাবাসীর আয়োজনে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন পরিবর্তন করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিন বারের চেয়ারম্যান আব্দুর সামাদ খোকাকে দলীয় মনোনয়ন প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়।
এতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা মাহালম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আউলিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজমুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক সোহেল রানা, ওয়ার্ড সাধারণ সম্পাদক সুজন মিয়াসহ স্থানীয় নেতা কর্মীগণ।
এসময় বক্তারা বলেন, তারাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক ও তিন বারের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন না দিয়ে দলীয় কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকার পরেও সাইফুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি অতিদ্রুত সাইফুল ইসলামের মনোনয়ন পরিবর্তন করে ত্যাগী নেতা আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেয়া হোক।
আগামীনিউজ/ হাসান