কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

কুষ্টিয়া প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২১, ০২:১৪ পিএম
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা ও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান