কুমারখালীতে ইয়াবাসহ ২ কারবারি আটক

কুষ্টিয়া প্রতিনিধি অক্টোবর ২১, ২০২১, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পান্টি গ্রামে সবুজের নিজ বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- পান্টি গ্রামের মুছার ছেলে মিঠু ও একই গ্রামের লিয়াকতের ছেলে সবুজ।  তারা দু'জনই দীর্ঘদিন যাবত মাদক কারবারির সাথে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে পান্টি পুলিশ ক্যাম্প ইনচার্জ সাখায়েতুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে সবুজ ও মিঠু নামের দুজন মাদক ব্যাবসায়ী কে আটক করি। এ সময় তাদের নিকট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়

এ ব্যাপারে কুমারখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আগামীনিউজ/ হাসান