মধুখালীতে চড়া সবজির বাজার

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: অক্টোবর ১৬, ২০২১, ০৩:১৬ পিএম
ছবি: আগামী নিউজ

ফরিদপুর: জেলার মধুখালীতে কাচাঁবাজারে নানা পণ্যের দাম বেড়ে চলছে। চড়া দামে বিক্রি হচ্ছে সকল প্রকার সবজি। মধুখালী বাজার সহ উপজেলার সকল বাজারে সবজির এরকম চড়া মূল্য থাকায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। 

মধুখালী বাজারে ঘুরে দেখা যায়, প্রতিকেজি আলু ১৮ টাকা, করোলা ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, কচুর লতি ৫০ টাকা, পটল ৬০ টাকা, পুঁইশাক ও পালনশাক ১৫ টাকা, সিম ১২০ টাকা, মিষ্টি কুমরা ৪০ টাকা, বাধাঁকফি ৬০ টাকা, ফুলকফি ৬০ টাকা, কচুমূখি ৪০ টাকা, করলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের লাউ ৪০ টাকা, দুধ প্রতি কেজি ৮০টাকা। 

সবজি বিক্রেতা মো দাউদ জানান, আড়ৎে বা মোকামে দাম বেড়ে যাওয়ায় আমদেরকে চড়া দামে বিক্রি করতে হচ্ছে।

মধুখালী উপজেলার কয়েকটি এলাকা যেমন মেগচামী, গাজনা ,বেলেশ্বর, মধুপুর, শিবপুর, কলাগাছি, নওপাড়া, ব্যাসদী, কামারখালী, ডুমাইন এলাকায় সবজির চাষ হয়ে থাকে। এখন ঐসব এলকায় কম পরিমানে সব সবজি রয়েছে। তারপরও পাশ্ববর্তী জেলা মাগুরা, ঝিনাইদহ হতে সবজি আমদানি করতে হচ্ছে। 

উপজেলা কৃষি অফিসার আলভী রহমান বলেন অনেক জায়গায় সবজি ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। তাই সবজির দাম কিছুটা বেশি।

আগামীনিউজ/ হাসান