বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় বুধবার ( ২৯ সেপটেম্বর) দুপুরের দিকে শারদীয়া দূগাপূজা উপলক্ষে ৪০ টি মন্ডপে সরকারী অনুদানের ২০ টন চাল প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির।
সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান, উপজলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অসীম কুমার দাস প্রমূখ।
সমগ্র সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফিন।
উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্দকৃত ২০ টন চাল প্রতি মন্ডপে ৫শ কেজি করে বিতরণ করা হয়। মন্ডপগুলোর সভাপতির হাতে এই চালের ছাড়পত্র প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির।