মধুখালীতে টিকা নিতে উপচে পড়া ভির

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৪:২১ পিএম
ছবি: আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার মধুখালী উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর প্রধনমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে আগামীকাল ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত তিনদিনে সারাদেশের ন্যায় মধুখালী উপজেলায় ২০হাজার লোককে ২১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২০ হাজার লোককে টিকাদান কর্যক্রমের আওতায় আনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ লক্ষ্যে রেজিট্রেশন করার জন্য ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানেরা মাইক প্রচার করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে ৭৫ লক্ষ লোককে টিকা কার্যক্রমের আওতায় আনার অংশ হিসেবে আমরা মধুখালীতে মোট ২১টি কেন্দ্রের মাধ্যমে ২০হাজার লোককে টিকার আওতায় আনব। তবে

তিনি জানান, রেজিস্ট্রশন ছাড়া কাউকেই টিকা দেওয়া হবে না। এ জন্য সকলকেই টিকা নিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।  

এদিকে মধুখালীতে স্বাভাবিক টিকা কার্যক্রমে উপচে পড়া ভির লক্ষ্য করা যচ্ছে। 

এ পর্যন্ত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৩০ হাজার লোককে প্রথম ডোজ এবং ১৯হাজার লোককে ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে।