মিথ্যা মামলা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২১, ০২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

বরগুনাঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দেড় বছরধরে কারাভোগকারী দৈনিক দিপাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক বরগুনার সাংবাদিক মীর জামালের মুক্তির দাবীতে মানববন্ধন করেন মীর জামালের মা-বাবা, আত্মীয়-প্রতিবেশীসহ জেলার সর্বস্তরের মানুষ।

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরগুনা টাউনহলের অগ্নিঝড়া একাত্তর চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,  মীর জামালের মা-বাবা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাচানুর রহমান ঝন্টু, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. সোহেল হাফিজ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটুসহ আরো অনেকে।

মানববন্ধনে মীর জামালের বাবা জালাল মীর বলেন, জামালের জামিন করাতে উচ্চ আদালতে সর্বোচ্চ চেষ্টা করেছি। টাকা শেষ হবার পরে জমি বিক্রি করেও ছেলেকে জামিনের চেষ্টা করেছি। কিন্তু আমরা মনে হয় ব্যর্থ। এখন আমাদের তিন বেলা খাবার জোটেনা। 

জামালের মা অসুস্থ্য, একটা ঔষুধ কিনে দেবার সামর্থ্যও আমার নাই।দেড় বছর ধরে আমার বড় ছেলে মীর জামাল জেলে । দিনের পর দিন অপেক্ষা করি ছেলেকে বুকে জড়িয়ে ধরব। বেঁচে থাকতেও দেড় বছর ধরে আমার ছেলেকে দেখিনা। 

করোনার জন্য কারাগারে দেখাও করতে দেয়না। আমার মনে হয় আমার ছেলেকে দেখে মরতে পারবো না আমি। 

অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিক মীর জামাল বরগুনার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস/দপ্তরের অনিয়ম দূর্নিতী প্রচার/প্রকাশে অসংখ্য রিপোর্ট করেছে। পাশাপাশি উন্নয়ের চিত্রও তুলে ধরেছে। জামাল দূর্নীতিাবাজদের পথের কাটা ছিল। এসব চোরদের সাথে হাত মিলেয়ে কিছু সাংবাদিকদের নেতৃত্বে শুরু হয় সাংবাদিকদের অপরাজনীতি।

প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল সদরের পানামা রোড এলাকার লামিয়া নামে এক নারী সম্মানহানি ও তাদের বসতঘরে টাকা ও স্বর্নালংকার লুটের অভিযোগ করে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মীর জামাল ও নিউজ টুয়েন্টিফোরের বরগুনা প্রতিনিধি সুমন শিকদারসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। কয়েকদিন পর সুমন শিকদার সহ ৫ জনের জামিন হলেও জামিন হয়নি জামাল মীরের।