তিস্তা নদীর বিজ্ঞান সম্মত খননের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:২৯ পিএম
ছবি : আগামী নিউজ

গাইবান্ধা: 'নদী বাঁচলে মানুষ বাঁচবে' শ্লোগানে প্রধানমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার বিজ্ঞান সম্মত খননের দাবিতে বিশ্ব নদী দিবসে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বেলকা ইউনিয়নের শ্যামরায়ের পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তার তীরে 'তিস্তা বাঁচাও, নদী বাঁচাও' সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিস্তা নদীর পাড়ে শত শত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল ইসলাম সাজু, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, বেলকা জাপার সাধারণ সম্পাদক মফিদুল হক মন্ডল, সাহিত্যিক কঙ্কন সরকার প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের তিস্তা নদীকে যেকোনো মুল্যে রক্ষা করতে হবে। নতুবা আমাদের উত্তরঙ্গ অচিরেই মরুভূমিতে পরিনত হবে। প্রতিনিয়ত আমরা নদী ভাঙ্গনের ফলে ভিটামাটি হারাচ্ছি। আমরা রিলিপ চাই না, তিস্তা নদীর বিজ্ঞান সম্মত খনন চাই। মঙ্গার হাত থেকে রক্ষা করতে নদী খনন করে দুই তীর রক্ষাসহ বন্যা ও ভাঙনের হাত থেকে বাঁচাতে হবে। তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর এ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করলে তিস্তার তীরবর্তী মানুষের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তিস্তা তীরের মানুষের দুঃখের দিন শেষ হবে। বদলে যাবে মানুষের জীবনযাত্রা। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করে দুই তীরে বৃক্ষরোপণ করলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। তাই দ্রুত প্রধানমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।