বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় চামরুল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন জোহাল মাটাই টেমা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ সেপটেম্বর) বিকালে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী সদস্য জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।
সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধান বক্তা বগুড়া শহর বিএনপি’র আহবায়ক মাহবুবর রহমান বকুল, বিশেষ অতিথি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এড. হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদুন্নবী সালাম, উপজেলা বিএনপি’র আহবায়ক এএইচএম নুরুল ইসলাম খান হিরু, যুগ্ম আহবায়ক হেলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, সদস্য তোজাম্মেল হোসেন তোজাম সহ বিএনপি নেতা সামছুল হুদা, আইনুল হক মেজর, খায়রুল ইসলাম রাবী, আলফাজ উদ্দীন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মনছুর রহমান, সিরাজুল ইসলাম সাগর প্রমূখ।
সমগ্র সম্মেলন পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফ্ফর রহমান টিটু।
সম্মলনের দ্বিতীয় পর্বে জেলা নেতৃবৃন্দ চামরুল ইউনিয়ন বিএনপি’র নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলারদের নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।