বাগেরহাটে বৃষ্টি মূখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

শেখ বাদশা, বাগেরহাট জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:২৭ এএম
ছবি : আগামী নিউজ

বাগেরহাটঃ জেলায় প্রথম ধাপে ৭৫ টি ইউনিয়নের ভিতর ৬৫ টি ইউনিয়নে ইউপি নির্বাচন শুরু হয়েছে। এর ভিতর ৩৮ টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছে।এখানে শুধু ইউপি সদস্য নির্বাচন হচ্ছে। বাকি ২৭ টিতে ইউপি চেয়ারম্যান ও সদস্য নির্বাচন হচ্ছে।

সোমবার (২০ আগস্ট) প্রথম ধাপে স্থগিত হওয়া নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়েছে।কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া। তার ই পরিপেক্ষিতে শুরু হচ্ছে বৃষ্টি। রবিবার  (১৯ সেপ্টেম্বর) থেকে গুড়ি বৃষ্টি কখনও কখনও এপলশা মুষলধারে বৃষ্টি। যা একাধারে হয়ে চলছে। সোমবার ও বৃষ্টি হচ্ছে। এর ভিতর ভোটার রা ভোট দিতে আসছে ভোট কেন্দ্রে।

বাগেরহাটে ৬৫ টি ইউনিয়নে ২২৫৫ জন সাধারণ সদস্য প্রার্থী,মহিলা সদস্য ৭৬৮ জন এবং ৫৫৯৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ  চলছে।

নির্বাচনে প্রত্যেকটা ভোট কেন্দ্রে তিন স্তর বিশিষ্ট বলয় কেন্দ্র রয়েছে। এছাড়া ২৫ জন বিচারক ম্যাজিস্টেট, প্রতি উপজেলায় ৪ জন নির্বাহী ম্যাজিস্টেট ও আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী প্রশাসন হিসেবে কাজ করছেন।