কলাপাড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৪:১৪ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীঃ জেলার কলাপাড়ার মহিপুরে সুমন খান (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে মহিপুর সদর ইউপির মনোহরপুর গ্রামে পাইকবাড়ি সংলগ্ন একটি দোকানের সামনে সজ্ঞাহীন অবস্থায় ওই যুবককে দেখতে পায় স্থানীয়রা। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষনা করেন। 

নিহত সুমন মহিপুর সদর ইউপির লতিফপুর গ্রামের মজিদ খানের ছেলে।

মৃতের পিতা মজিদ খান এ প্রতিবেদককে জানায়, সুমন মদ পানসহ বিভিন্ন নেশায় আসক্ত ছিলো। এলাকাতেও  চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত।তবে কখন কি ভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তা তিনি জানেন না।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান গনমাধ্যমকে বলেন, মৃত যুবকের মুখমন্ডলসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে তিনি জানান।