নওগাঁঃ জেলার ধামইরহাটে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সামাদ (৬২) নামের এক বৃদ্ধাকে আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার নিকট তল্লাশী চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার উত্তর কাশিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুস সামাদ উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে অন্তগত উত্তর কাশিপুর গ্রামের মৃত আয়েন উদ্দীনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫ টার দিকে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার দিকনির্দেশনায় ডিবি পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নের্তৃত্বে উপজেলার উত্তর কাশিপুর গ্রামে আব্দুস সামাদের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এসআই মিজানুর রহমান জানান, আটক আব্দুস সামাদ এর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে একটি আভিযোগ দায়ের করা হয়েছে।