ধামইরহাটে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত

নওগাঁঃ জেলার ধামইরহাটে এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামইরহাট ইউনিয়নের কালুপাড়া গ্রামে। 

জানা গেছে, কালুপাড়া গ্রামের সনাতন হিন্দু ধর্মের জনৈক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়ে (১৪) গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ী থেকে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মেয়ে বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে প্রতিবেশীর মাধমে জানতে পারে তার মেয়েকে একই এলাকার ছোট শিবপুর গ্রামের আবু বক্করের ছেলে মেহেদী হাসান (২৮)সহ ৩/৪ জন জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। 

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা ও সাবেক ইউপি সদস্য হায়দার আলীসহ অন্যান্য ব্যক্তিদের নিয়ে অপহরণকারীর বাবা আবু বক্করের নিকট গেলে ওই কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে মর্মে আশ্বস্ত করে। কিন্তু বার বার আশ্বস্ত করার পরও কিশোরীকে ফেরত দেয়নি। 

মেয়েটির মা অভিযোগ করে বলেন, লম্পট ও নারী লোভী মেহেদী হাসানের বাড়ীতে দুই স্ত্রী রয়েছে। তার মেয়েকে সে প্রায় বিভিন্নভাবে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন ও উত্যক্ত করতো। ওই কিশোরী স্থানীয় জগদল আদিবাসী স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।