ভোলায় করোনায় ২ নারীর মৃত্যু,আক্রান্ত ১৮২

ভোলা প্রতিনিধি আগস্ট ৪, ২০২১, ০৬:০০ পিএম
ফাইল ফটো
ভোলাঃ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ১ জন ও দৌলতখান উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। গত ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪ দিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে।
 
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভোলায় ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ জন করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
 
জেলায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২ জন। এদের মধ্যে ভোলা সদরে ৩০ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন ও চরফ্যাশনে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
 
এদিকে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৯ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১৩২ জন, দৌলতখানে ১৮ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, লালমোহনে ৯ জন, চরফ্যাশনে একজন, মনপুরা পাঁচজন করোনা পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৫৭৪ জন। 
 
এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ছে। সবাইকে সচেতন হতে হবে।