গাইবান্ধায় করোনায় ৫জনের মৃত্যু, আক্রান্ত ৫৬

মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি আগস্ট ৩, ২০২১, ১২:৪৮ পিএম
ফাইল ফটো

গাইবান্ধাঃ বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার। গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪১ জনে। একই সাথে গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯ শ ৫১ জন।

নিহতরা হলেন গাইবান্ধা শহরের হাসপাতাল কোয়াটারের বাসিন্দা হাসপাতালে কর্মরত এক নার্সের স্বামী মোমিনুল ইসলাম, সদর উপজেলার ফলিয়া গ্রামের বাসিন্দা সুশীল মোহন্ত, সাঘাটা উপজেলার বাসিন্দা জাহেদা খাতুন, ভোলা মিয়া ও সেলিম মিয়া। মৃতরা সকলেই করোনা পজেটিভ ছিলেন।

গাইবান্ধা জেলায় ক্রমাগত করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেলেও জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা নেই বললেই চলে। সরকার ঘোষিত চলমান কঠোর লক ডাউন গাইবান্ধায় মূলত অকার্যকর। শুধুমাত্র গণ পরিবহণ ছাড়া চলছে সব কিছুই। গাইবান্ধা সদর ও উপজেলা শহরগুলোতে ঈদের আগে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেলেও বর্তমানে প্রশাসনের কোন তৎপরতা নেই। রাস্ত-ঘাট, বাজার সব কিছুই যেন স্বাভাবিক নিয়মেই চলছে। সুযোগ বুঝে এনজিও গুলোও জনগণকে চাপ দিয়ে ঋণের কিস্তি আদায় করছে। এ সব যেন দেখার কেউ নেই। সব কিছু এভাবে চলতে থাকলে জেলার করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন সচেতন মহল।

গাইবান্ধা সিভিল সার্জন আকতারুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তারা সকলেই করোনা পজেটিভ ছিলেন। জেলায় করোনা আক্রান্ত ও পজেটিভ রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।