দুপচাঁচিয়ায় লকডাউনের সপ্তম দিন ভ্রাম্যমান আদালতের অভিযান

দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি জুলাই ২৯, ২০২১, ০৪:৪৩ পিএম
ছবি : আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় কঠোর লকডাউনের সপ্তম দিন বৃহস্পতিবার (২৯ জুলাই)  উপজেলা সদরের সিও অফিস এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

বৃহস্পতিবার  (২৯ জুলাই) দুপুর বেলা লকডাউনে সরকার আরোপিত বিধি নিষেধ কার্যকর করতে ৪ হাজার ১ শত  টাকা জরিমানা আদায় করা হয় ওই ভ্রাম্যমান আদালতের অভিযানে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত  আগামী নিউজ কে  জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার আরোপিত বিধি নিষেধ মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। কঠোর লকডাউন কার্যকরে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।