ঝিনাইদহে সাপের কামড়ে নানী ও নাতীর মৃত্যু

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি জুলাই ২১, ২০২১, ০৬:২৭ পিএম
ফাইল ফটো
ঝিনাইদহঃ সদর উপজেলায় সাপের কামড়ে নানী ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ও সকাল ১০টার দিকে উপজেলার বেড়বাড়ি গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী নতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম (২২)। 
 
বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, রাতে একই ঘরে নাতি তরিকুল তার দেড় বছর বয়সী শিশু ছেলে ও স্ত্রীকে নিয়ে খাটের উপর এবং নানী নতিরন নেছা মেঝেতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে বিষাক্ত সাপ প্রথমে নানীকে কামড় দেয়। সেসময় নানী ছটফট করতে থাকে। অন্ধকারেই খাট থেকে নেমে এসে তরিকুল নানীর গায়ে হাত দিয়ে দেখার চেষ্টা করে।
 
ওই সময় নাতীকেও সাপে কামড় দেয়। শরীরে যন্ত্রণা শুরু করলে পরিবারের লোকজন প্রথমে তাদের স্থানীয় ভড়ূয়াপাড়া গ্রামের ওঝা দিয়ে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে ভোরে তরিকুলের মৃত্যু হয়। পরে নতিরন নেছাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৮টার দিকে তার মৃত্যু হয়।  
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এমদাদুল হক আগামী নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।