দিনভর ঈদ উদযাপন করলো বরিশালের কয়েক হাজার পরিবার

জহির খান, বরিশাল প্রতিনিধি জুলাই ২০, ২০২১, ১১:৫৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

বরিশালঃ আল্লাহর সন্তুষ্টি লাভের পশু কোরবানির মধ্য দিয়ে বরিশাল নগরীর একটি ওয়ার্ডের কয়েক হাজার পরিবার উদযাপন করছেন পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার (২০ ‍জুলাই) সকালে নির্ধারিত সময়ে নামাজ আদায় শেষে পশু কোরবানির মধ্য দিয়ে তারা ঈদুল আজহা উদযাপন করছেন।
 
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগীয় শহর বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজি বাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া এদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বরিশাল মহানগর আরো বেশ কিছু এলাকাসহ বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, সদর উপজেলায় ১০ হাজারের অধিক মানুষ ঈদের জামাতে অংশ নেয়। বিভাগের মধ্যে কমপক্ষে ৭৫টি মসজিদে ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে। 
 
চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারীরা পৃথিবীর কোনো প্রান্তে চঁাদ দেখা গেলে তার সঙ্গে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেন।  
 
বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তঁাজকাঠী হাজিবাড়ি শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহ্সুফি দরবার শরীফের অনুসারী আমির হোসেন মিঠু জানান, সকালে বৃষ্টিমুখর আবহাওয়া থাকলেও স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মূলত তারা সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে সব ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করে আসছেন।