মানিকগঞ্জঃ জেলার সাটুরিয়ায় এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ জুলাই) জদুপুরে ওই কলেজ শিক্ষার্থী সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং বিকেলে অভিযুক্ত রাফিকে গ্রেপ্তার করে পুলিশ।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাফি ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ আইনে মামলা হয়েছে। তিনি ওমান প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন।