বেতাগীতে রাস্তা সংস্কারের অভাবে মানুষের দুর্ভোগ চরমে

সাইদুল ইসলাম মন্টু, বেতাগী(বরগুনা) প্রতিনিধি জুলাই ৩, ২০২১, ০৪:৫৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

বরগুনাঃ জেলার বেতাগীতে দীর্ঘ এক যুগ ধরে সংস্কারের অভাবে কাটাখালী খালের উত্তর পাড়ের সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে কাটাখালী ও বাসন্ডা গ্রামের দুই হাজার মানুষের চলতি বর্ষা মৌসুমে  দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মধ্যে দিয়ে ৩নম্বর ওয়ার্ডের গোয়ালবাড়ি পর্যন্ত এক কিলোমিটারের কাঁচা সংযোগ সড়ক রয়েছে। সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন দুই হাজার লোক চলাচল করে। দীর্ঘ একযুগেও সড়কটি সংস্কার করা হয়নি। বর্ষাকাল এলেই সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ে। বর্তমানে বৃষ্টির পানিতে সড়কটি কাঁদা হয়ে ধানের ফসলের মাঠে পরিণত হয়েছে। সড়কটি অতি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কাটাখালী গ্রামের নান্নু মিয়া অভিযোগ করেন, বৃষ্টি হলে কাঁচা রাস্তাটি কর্দমক্ত হওয়ায়  চলাচল মুশকিল হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা এ রাস্তা পাকা করার প্রতিশ্রুতিই দিয়ে আসলেও আজও  রাস্তাটি পাকা হয়নি।

হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান জানান, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনায় এনে অতি শিগগিরই অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি  সংস্কারের প্রয়োজনীয়  নেওয়া  হবে।