ঝিনাইদহে পুলিশ সদস্যসহ ৪ জনের দাফন সম্পন্ন 

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি জুন ২১, ২০২১, ০৯:২৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঝিনাইদহঃ ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে পুলিশ, ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সিভিল সার্জনের দেওয়া তথ্য মতে সোমবার কুষ্টিয়া এবং ঝিনাইদহ থেকে সোমবার ২০৫ টি নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৯৫ জন। 

গত ২৪ ঘন্টায় মৃত ব্যক্তিরা হলেন, জেলার কোটচাদপুর উপজেলার আন্দোলপোতা গ্রামের মৃৃত-মোকাম আলীর ছেলে মোঃ হায়দার আলী। গত রাতে তার মৃত্যু হয়। তিনি গ্রামীন ব্যাংক রাজশাহীতে কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এছাড়াও সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে মাগুরা পৌর এলাকার স্টেডিয়ামপাড়ার মৃত মোকছেদ আলীর ছেলে মোঃ মশিউর রহমানের মৃত্যু হয়। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার তত্তিপুর পুলিশ ফাড়িতে কনস্টবল পদে কর্মরত ছিলেন। এদিকে জেলার হরিনাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের কুন্ডাগাছা গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে মোঃ মসলেম উদ্দিন সোমবার সকালে সদর হাসপাতালের করোনা ইউনিটে মারা যান এবং একই উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষীকোল গ্রামের মৃত হারেস সরদারের ছেলে মোঃওমর আলী নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় সোমবার দুপুরে মারা যান। মসলেম উদ্দিন এবং ওমর আলী দুজনেই কৃষি কাজ করতেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান আগামী নিউজকে জানান, মৃত ব্যক্তিরা সদর হাসপাতালসহ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। পরে ইসলামিক ফাউন্ডেশন গঠিত (ইফা) কমিটি তাদের জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করেন। এ নিয়ে মোট ৮৫ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো ইফা গঠিত কমিটি।