নবাবগঞ্জের দুই ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা

শামীম হোসেন সামন, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জুন ১০, ২০২১, ০৬:১৯ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকাঃ নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ও জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন)  দুপুরে গালিমপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ৮৪ লাখ ৬৩ হাজার ৮শ’ ২০টাকা বাজেট পেস করেন সচিব মো. মোস্তফা কামাল। ইউপি চেয়ারম্যান মো. তপন মোল্লা সভায় সভাপতিত্ব করেন। সভায় ইউপি সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ মে জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ৬৭ লাখ ১৪ হাজার ৬শ’ টাকার বাজেট পেশ করেন সচিব মো. ফিরোজ আলম। ইউপি চেয়ারম্যান মো. মাসুদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় ইউপি সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।