ব্রাহ্মণবাড়িয়াঃ জেলায় রেলস্টেশন সংস্কার এবং রেল যোগাযোগ পুন:স্থাপনের দাবীতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্যোগে রেলস্টেশন প্লাটফর্মে এই কর্মসূচী পালন করা হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মো. লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভনসহ স্থানীয় নাগরিকবৃন্দ।
এ সময় বক্তারা, ২৬ মার্চ হেফাজতের তান্ডব চলাকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা ও ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায়া আনার দাবী জানান এবং দ্রুত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনকে সংস্কার করে রেল যোগাযোগ পূন:স্থাপনের দাবী জানান। পরে তারা মানবন্ধন শেষে রেলপথে অবস্থান নেয়।