নোয়াখালী বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি মে ১৯, ২০২১, ০৬:২৪ পিএম
ছবি: আগামী নিউজ

নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে মো. সোহাগ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চর জব্বার থানা পুলিশ।

লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত সোহাগ লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিক্ষা গ্রামের মো.মজনুর ছেলে। সোহাগ অটোরিকশাযোগে বিভিন্ন স্থানে ফেরি করে হারবাল ঔষধ বিক্রি করতেন।

মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় তাকে লক্ষীপুর জেলার রামগতি এলাকা থেকে তাকে চরজব্বার থানার  পুলিশ গ্রেপ্তার করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে ওই প্রতিবন্ধীর শিশুর বড়ভাই বাদী হযে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ অভিযুক্ত আসামিকে লক্ষীপুর জেলার রামগতি এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ওসি জিয়াউল হক বলেন, নির্যাতিত শিশুর ডাক্তারি পরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।