গাজীপুরে অজ্ঞাত গাড়ী চাপায় যুবক নিহত

মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি মে ১২, ২০২১, ০৪:৫৪ পিএম

গাজীপুরঃ জেলায় অজ্ঞাত গাড়ী চাপায় যুবক রুবেল মিয়া (২৫) নিহত হয়েছে। বুধবার (১২ মে) দুপুর ১২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত রুবেল ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বোরকা (পুস মাইল) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। 

এসআই নাজিম উদ্দিন জানান, অজ্ঞাত গাড়ী চাপায় রুবেল সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হোতাপাড়া সানফ্লাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই নবী হোসেনের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, রুবেল টঙ্গী বোর্ড বাজার এলাকার একটি পোশাক কারখানায় চাকুরী করতো। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠোনো হয়েছে।