বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি এপ্রিল ২৯, ২০২১, ০৫:০১ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার আদমদিঘীতে চালবাহী ট্রাক ও ট্রাক্টকের সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং আরো ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদিঘী উপজেলার ইন্দইল ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি খাদে পড়ে যায়। 

এ সময় আহতদের উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে নেবার পথে শ্রমিক আব্দুর রশিদ (৫৫) মারা যান। তিনি নওগাঁ জেলা সদরের খয়রাবাজ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আগামীনিউজ/নাহিদ