পীরগাছায় বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি এপ্রিল ২৮, ২০২১, ০৯:৪৮ পিএম
ছবি: আগামী নিউজ

রংপুর: জেলার পীরগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বোরো ধানের। কৃষকদের মাঝে দেখা দিয়েছে হাসির ঝলক। সেই ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কিষান-কৃষাণীরা। কেউ ধান কাটছে। কেউ জমি থেকে ধান বাড়িতে এনে মাড়াই কাজে ব্যস্ত। রোদ-বৃষ্টিকে তোয়াক্কা না করে অবিরাম কাজ করে যাচ্ছে তারা। কখন ধান মাড়াই করে গোলায় তুলবে।

উপজেলার অনন্তরাম গ্রামের কৃষকরা প্রচন্ড খরতাপে কোন রকম বিশ্রাম না নিয়ে পুরোদমে কাজ করছে তারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ধান কেটে পরে মাড়াই কাজে ব্যস্ত কৃষকরা। একদিকে বাম্পার ফলন অন্যদিকে ধান মাড়াই কাজে ব্যস্ত কারিগররা। কারিগররা বিভিন্ন মাড়াই যন্ত্র দিয়ে ধান ছড়াচ্ছেন। তারা দোন প্রতি ৩০০-৪০০টাকা করে নিচ্ছে। 

আবহাওয়া অনুকূল থাকায় এবার বোরো ধানের লক্ষ্যমাত্র ছাড়িয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। এ বিষেয় কৃষক আব্দুল মমিন ও আশরাফুল ইসলাম বলেন, এবারে ধানের ফলন ভালো হয়েছে। আশা করি ভালো দাম পাবো। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিমুর রহমান বলেন, এবারে বোরো ধানের লক্ষ্যমাত্র ছিল ১৬ হাজার পাঁচশ। লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত হয়েছে ১৬ হাজার ৫২০। দোন প্রতি ১৩-১৪ মণ ধান হবে বলে আশা করছি।

আগামীনিউজ/নাহিদ