নেত্রকোনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২১, ০৮:৫৭ এএম

নেত্রকোণা: জেলার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জের ধরে রুবেল মিয়া (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল)  রাত সোয়া ৮টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া কৈলাটি গ্রামের সামছুদ্দিনের ছেলে এবং আসমা ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. মিজানুর রহমান জানান, রুবেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তারই চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহজাহানদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রুবেল মিয়া বৃহস্পতিবার ইফতারের পর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

এ সময় তারই চাচাতো ভাইয়েরা তার পথরোধ করে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার লাশ ময়নাতদন্তের জন্যে শুক্রবার (১৬ এপ্রিল) সকালে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আগামীনিউজ/নাহিদ