বগুড়া: জেলা শহরে ১৪ মাদক মামলার আসামী হেনা সুন্দরী ওরফে হেনা বেগম (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাত আনুমানিক ৮ টার সময় সদর থানা পুলিশ তার স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
তিনি শহরের চকসূত্রাপুর এলাকার সেলিম হোসেনের স্ত্রী। ওই সময় হেনার কাছ থেকে মাদকদ্রব্য ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
সদর থানা সূত্র জানায়, তাদের নিয়মিত টহল দল শহরে কাজ করছিল। পরে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হেনা তার স্বামীর বাড়িতে মাদক বিক্রি করছে। ওই সময় অভিযান করে তাকে ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানার এস আই জহুরুল ইসলাম জানান, হেনা পেশাদার মাদক ব্যবসায়ী। তার বাড়িতে অভিযান করে আমরা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ফেন্সিডিল জব্দ করি। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, এই নিয়ে হেনার বিরুদ্ধে ১৫ টি মাদক মামলা হবে।
আগামীনিউজ/নাহিদ