আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি এপ্রিল ৭, ২০২১, ১০:৫৭ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকাঃ ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘন্টা চেষ্টার পর ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকার শমীর প্লাজার আট তলা ভবনের ৭ম তলায় পোশাক নীটওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা  ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কারখানাটি আগেই ছুটি হওয়ায় কোনো শ্রমিক ছিলো না ভেতরে। তাই কোন হতাহতের ঘটনা ঘটে নি। তার পরেও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

আগামীনিউজ/নাসির