ব্রাহ্মণবাড়িয়া: জেলায় নতুন ৪৩ জনের রিপোর্টে সদর উপজেলায় ১৫ জনসহ জেলায় নতুন ২০জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে ৩০২৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া জেলায় ২৭৮২ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন। এ পর্যন্ত জেলায় ৪৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টার পিসিআর ল্যাব ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবসহ এন্টিজেনের ৪৩টি রিপোর্টের মধ্যে জেলায় নতুন ১৯জন শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৫জন, সরাইল উপজেলায় ৩জন ও বিজয়নগর উপজেলায় ১জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩০২৯জন আক্রান্তের মধ্যে ২৭৮২জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৮জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১৬৯জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৯জন রোগী।
এখন পর্যন্ত জেলায় ২৬৫৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ যার মধ্যে পাওয়া ২৬২৬১ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৩০০৯জন আক্রান্ত হয়েছে৷
আগামীনিউজ/মালেক