কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

মো: জাহিদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৪:৫৬ পিএম
সংগৃহীত
কুড়িগ্রামঃ জেলার ভুরুঙ্গামারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার বাগভান্ডার সীমান্তে আন্তজার্তিক মেইন পিলার ৯৬২ এর পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল-আলম মঙ্গলবার রাতে বিষয়টি গণমাধ্যমকে জানান।
 
বিজিবি জানায়, এই বৈঠকে সীমান্তে বিজিবি-বিএসএফ নজরদারী বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাঁচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে আলোচনা করা হয়।
 
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আরেফিন তালুকদার। অপরদিকে ভারতের পক্ষে নের্তৃত্ব দেন কোচবিহার ১৯২ বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি প্রভাকর জোসি। বৈঠকে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক, ষ্টাফ অফিসার ও সংশ্লিষ্ট এলাকার কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এএস