হুইল চেয়ারে বসেই মাদকের ব্যবসা

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৩:৩৫ পিএম
আগামী নিউজ

বগুড়াঃ শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও হুইল চেয়ারে বসেই চালান মাদক ব্যবসা। অবশেষে বগুড়ার পুলিশের জালে ধরা পড়েছে সেই মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে শহরের বৃন্দাবনপাড়া নিজ বাড়ি থেকে খাইরুল ইসলাম লিটন (৫০) নামের ওই প্রতিবন্ধী ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত লিটন বৃন্দাবনপাড়ার আজিজার রহমানের ছেলে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী হলেও হুইল চেয়ার ব্যবহার করেই সে দীর্ঘদিন যাবত মাদকের কারবার করতো। হুইল চেয়ারে চলাফেরা করায় তাকে কেউ সন্দেহ করতো না। মঙ্গলবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আগামীনিউজ/এএস