পাশে দাঁড়ালেন এসপি

বৃদ্ধা মাকে পিটিয়ে বের করে দিলো ছেলে

ডেস্ক রিপোর্ট অক্টোবর ১৪, ২০২০, ০৫:১৩ পিএম
সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলে তার বৃদ্ধা মাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিলে ঘটনাটি শুনে অতিরিক্ত এসপি (সীতাকুণ্ড সার্কেল) বুধবার দুপুর ১টায় ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা মাকে ঘরে তুলে দিয়ে তাকে এক মাসের ঔষধ ও খাদ্য দিয়েছেন।

জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের উত্তর এয়াকুব নগর গ্রামের মৃত নুরুল আলমের স্ত্রী জরিফা খাতুনকে (৯০) তার ছেলে জসিম উদ্দীন মারধর করে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনাটি শুনে অতিরিক্ত এসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা তার সঙ্গীয় মডেল থানার সেকেন্ড অফিসার রাশেদুজ্জামান রাশেদ, এসআই আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে নারী ঘরে তুলে দেন। পরে ছেলের বৌকে পেয়ে শাশুড়ির যত্ন নেওয়ার কথা বলে দেন তিনি।

পরবর্তীতে বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত এসপি শম্পা রানী শাহা।

অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) বৃদ্ধাকে দেখতে যাওয়ার সময় এক মাসের ঔষধ ও খাদ্য সামগ্রী তুলে দেন। এর আগে ওসি ওই বৃদ্ধা নারীকে দেখতে যান।

আগামীনিউজ/এএস