হবিগঞ্জে বাস প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩ আহত ৩

নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২০, ০৫:২৫ পিএম

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পোশাক শ্রমিক দুই নারী ও প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছে।

এই দুর্গঘটনায় আহতের সংখ্যাও তিনজন। শুক্রবার ভোর ৬টায় বাহুবল উপজেলার আব্দানারায়ণ এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন- শাহিদা (৩৫) ও মারেকা (২২)। তারা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার দশঘর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে নিহতরা পোশাক শ্রমিক। তবে প্রাইভেটকারের চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত দুই পুরুষ এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম তৌফিক জানান, ঈদের ছুটিতে একটি প্রাইভেট কার ভাড়া করে দুই নারী পোশাককর্মীসহ ছয়জন ঢাকা থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। আব্দানারায়ণ এলাকায় এলে মনোহরদীগামী একটি বাসের সঙ্গে কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে বাসের কোনো যাত্রী আহত হননি বলে নিশ্চিত করেছেন তিনি।

 

আগামীনিউজ/এএস