ঈদের তোরণ নিয়ে রণক্ষেত্র পটুয়াখালী, যুবলীগ কর্মীর মৃত্যু 

পটুয়াখালী প্রতিনিধি মে ২৫, ২০২০, ১০:৫৭ এএম

পটুয়াখালী: পটুয়াখালীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।  ঈদের আগের দিন তোরণ নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।

রোববার (২৪ মে) রাত ৮টার দিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বলে জানায় পুলিশ। নিহত যুবলীগ কর্মী তাপস দাস (৩৪) উপজেলার কালাইয়া এলাকার বদু দাসের ছেলে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত নেতা-কর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাপস দাসকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।

পটুয়াখালী বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, তোরণ নির্মাণকে কেন্দ্র করে রোববার দুপুরের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তাপস দাস নামের একজন মারা গেছেন। আহত দুই জনকে বরিশালে পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেন তিনি।

আগামীনিউজ/মিজান