লঞ্চ বন্ধ : ঘাটে আটকা কয়েক হাজার মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি মার্চ ২৫, ২০২০, ১২:৩২ পিএম

লক্ষ্মীপুর : করোনা সংক্রমণ প্রতিরোধে লঞ্চ বন্ধ থাকায় লক্ষ্মীপুরে মজু চৌধুরীরহাট লঞ্চঘাটে আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। 

মঙ্গলবার (২৪ মার্চ) রাত থেকে এখন পর্যন্ত এ ঘাটে আটকা পড়ে আছে লক্ষ্মীপুর-ভোলা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েক জেলার মানুষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মজু চৌধুরীরহাট নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ অচিন্ত্য কুমার দে জানান, রাত থেকে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসে কয়েক হাজার যাত্রী। এসব যাত্রীর এ ঘাট থেকে ভোলা-বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার কথা। কিন্তু লঞ্চ বন্ধ থাকায় আটকা পড়েছেন তারা। 

তিনি আরো জানান, কিছু যাত্রীকে ফেরী দিয়ে পার করলেও অধিকাংশ যাত্রী এখনো ঘাটে আটকা আছেন। এতে করে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির আশঙ্কাও রয়েছে।

আগামীনিউজ/মিজান