পটুয়াখালীঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর হেলথকেয়ার সেন্টারে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার) দুপুর ১২ টায় শিক্ষার্থীরা চিকিৎসক কর্তৃক শুধু এন্টিবায়োটিক লিখিত প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া, সময় মত চিকিৎসা না পাওয়া, সেবাকেন্দ্র থেকে কোন ঔষধ না দেওয়া, ভুল চিকিৎসা দেওয়া, অফিস চলাকালীন সময়ে চিকিৎসাকের বাইরের চেম্বারে বসাসহ নানা অনিয়মের অভিযোগ করেন। এসময় ভুল চিকিৎসায় অসুস্থ শিক্ষার্থীর সহপাঠীরা মানববন্ধন করেন ও হেলথকেয়ার সেন্টারের প্রধান গেট তালা বদ্ধ রাখেন।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য ৫ দফা দাবি করেন। দাবিসমূহ হচ্ছে- রাহাতের চিকিৎসার সম্পূর্ণ খরচ দিতে হবে, চিকিৎসাকের দ্রুত শাস্তি দিতে হবে, ২৪ ঘণ্টা ডাক্তার ও কর্মচারীদের উপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের যোগান, প্রয়োজনীয় টেস্টের ব্যবস্থা, রোগ নির্ণয় না করে এন্টিবায়োটিক ও ইনজেকশন দেওয়া বন্ধ করা, সপ্তাহে একদিন হলেও মানসিক রোগ বিশেষজ্ঞের উপস্থিত। উক্ত দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবেন।
২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন, "গত শনিবার (১৮ জুন) আমাদের বন্ধু রাহাত অসুস্থ হলে তাকে হেলথকেয়ার সেন্টারে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে কয়েকটি এন্টিবায়োটিক লিখিত প্রেসক্রিপশন ধরিয়ে দেয়। ভুল চিকিৎসার জন্য তার অবস্থা আরো খারাপ হলে, পরবর্তীতে আমরা বরিশালে শেরে বাংলা মেডিকেল নিয়ে গেলে, তার এপেন্ডিসাইটের সমস্যা ধরা পড়ে। দ্রুত অপারেশন না করলে জীবনের ঝুঁকি ছিল।"
২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান অনিক বলেন, "হেলথকেয়ার কোন টেষ্ট করেতে চায় না, কোন ঔষধ দেয় না, কোন টেষ্টের প্রয়োজন হলেই শুনি এই টেষ্টের যন্ত্র নষ্ট বাইরে থেকে টেষ্টা কর। "
কৃষি অনুষদের শিক্ষার্থী নাঈম খান বলেন," হঠাৎ কেউ অসুস্থ হলে হেলথকেয়ার এসে ফোন দিয়ে গেট খুলাতে হয়। ডাক্তার আসে তার কয়েক ঘণ্টা পড়।"
বিএ অনুষদের শিক্ষার্থী তানজিদ হাসান বলেন, "হেলথকেয়ারে গেলে পরিক্ষা ছাড়াই ইনজেকশন দেয়, আর একটু ঠান্ডার লাগলেও এন্টিবায়োটিকের প্রেসক্রিপশন ধরিয়ে দেয়।"
সাব্বির হোসেন/এমবুইউ