ড.নিম হাকিমের ভাবনা (দেশ ও বিশ্ব )

গণতন্ত্র ও স্বাধীনতা

ড. নিম হাকিম   এপ্রিল ২৯, ২০২০, ১১:১১ পিএম

গণতন্ত্র ও স্বাধীনতা: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং অগ্রগতি গণতন্ত্রের শ্লোগান একটি অপরটির সাথে জড়িত। মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হলে, তার মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, ও বাসস্থানের সমস্যা সমাধান না হলে তার কাছে গণতন্ত্র ও স্বাধীনতা অর্থহীন।

মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সাম্য না থাকলে বা সহনশীলতা ও অন্যের অধিকার সংরক্ষণের পরিবেশ গড়ে না ওঠলে গণতন্ত্র সফল হতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের জন্য সমাজের অর্থনৈতিক অগ্রগতি অপরিহার্য, আর এই অগ্রগতি সমাজের অধিকাংশ দরিদ্র মানুষের অধিকার বঞ্চিত করে আদৌ সম্ভব নয়।

গুটিকতক মানুষের হাতে অর্থ জমা হলে সমাজের অগ্রগতি সাধিত হয় না বরং এতে ব্যক্তি স্বার্থই সংরক্ষিত হয়। সংখ্যা গরিষ্ঠের অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক রাজনীতি বিফল হতে বাধ্য।

আগামী নিউজ/নাঈম