সব শিক্ষা ব্যর্থ করে দিলেন...

নূর মোহাম্মদ মার্চ ২৮, ২০২০, ১২:৫৩ পিএম

রাস্তায় ফেলে মারধোর করা, কান ধরে উঠবস করানো- কাজগুলো গর্হিত অমানবিক অনৈতিক। কোন ধরনের আইনী কাঠামোর সাথে যায় না।

বৃদ্ধ দুজন অসহায় মানুষ দু’কান ধরে দাঁড়িয়ে আছেন আর আপনারা সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, মনে হচ্ছে সংগ্রহে রাখার মত দারুন ছবি! দৃশ্যটি চিন্তা করুন... কত অসন্মান আর অপদস্তের। আরেক জনের পিঠে বেতের মার।
শিক্ষার কি অভাব!!

পরিবার, শিক্ষক, জীবনের স্কুল- সব শিক্ষা ব্যর্থ করে দিলেন...

কাজগুলো হচ্ছে জনসমক্ষে। আপনারা অনেক কষ্ট করেন রাতদিন পরিশ্রম করেন- তা সবাই জানে।

ভুলে যান কিভাবে এইসব মানুষদের দেখভাল করাই আপনাদের কাজ। সেবা দেয়ার কথাইত সবসময় বলেন...

সমাজে প্রত্যেক মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, যে যেই পেশায়ই থাকেন না কেন। সন্মান দিতে জানলেই সন্মান পাবেন। মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবেন।

সময়টা কঠিন।

এই দুঃসময়ে আমরা একটু মানবিক আচরন করতে পারি না !

কেন ভুলে যাই আমি তাদেরই একজন, আলাদা কোন প্রজাতির প্রতিনিধিত্ব করছি না।

উর্ধতনরা বিষয়গুলো দেখবেন আশা করি।

লেখক : নূর মোহাম্মদ
সংসদ সদস্য ও সাবেক পুলিশ মহাপরিদর্শক