রোহিতের পর কোহলিকেও ফেরালেন সাকিব

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৪, ২০২২, ০১:০৩ পিএম

ঢাকাঃ শুরুতে মেহেদী হাসান মিরাজের আঘাত। এরপর সাকিব আল হাসান চিরচেনা ভূমিকায়। দুইয়ে মিলে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার মিরপুরে মাঠে নেমেছে টাইগাররা। টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান।

এরপর হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজরাও বোলিংয়ে এসে চাপ ধরে রাখেন। অবশেষে ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটের দেখাও পেয়ে যায় বাংলাদেশ।

মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগে স্টাম্পে। পড়ে যায় বেল। ভাঙে ভারতের উদ্বোধনী জুটি।

মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেন ধাওয়ান। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। 

এরপর দলীয় ৪৮ রানে ফের ভারতকে আঘাত। এবার সাকিব ফেরান রোহিত শর্মাকে। 

ব্যক্তিগত ২৭ রানে আউট ভারত অধিনায়ক। তাকে বোল্ড আউটের ফাঁদে ফেলেন সাকিব। দুই বল পরই ফের সাকিব ম্যাজিক। ভারতের সেরা অস্ত্র কোহলিকে সাজঘরের পথ দেখান সাকিব। লিটনের দারুণ ক্যাচে ফিরে যান কোহলি ৯ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান। লোকেশ রাহুল ২ আর শ্রেয়াস আইয়ার ৬ রানে অপরাজিত আছেন।

বুইউ