ফেলানী স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি ডিসেম্বর ২৫, ২০২১, ০৫:৫৫ পিএম
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে ফেলানী হত্যার স্মৃতি স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের লাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ ডিসেম্বর ) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর সীমান্তের হাজীটারী এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইলাল খেলায় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি জোনের  সহকারী পুলিশ সুপার আলতাব হোসেন। নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিপুর বিওপির কোম্পানি কমান্ডার আশরাফ আলী, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন এর চেয়ারম্যান লিয়াকত আলী লাকু, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলামসহ আর অনেকে। 

খেলায়  ৯০ মিনিটে উভয় দলের তিন গোলের সমতা আসলে। ট্রাইবেকারে কচাকাটা ফুটবল দলকে উলিপুর ফুটবল দল ২ গোলে পরাজিত করে জয়লাভ করেন। পরে উভয় দলের মাঝে অথিতিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। 

পুরস্কার বিতরণ শেষে একই মঞ্চে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর শাখার পরিবেশনায়  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/ হাসান