হাসপাতাল থেকে ছাড়া পেলেন পেলে

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২১, ০১:২৭ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ শেষ দুই সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। বড় দিনের ঠিক আগে সুখবর পেলেন তিনি। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই সাবেক ফুটবলার অবশেষে ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে।

বৃহদান্ত্রে টিউমার ধরা পড়েছিল তার, চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তাকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। 

হাসপাতাল কতৃপক্ষ বিবৃতিতে জানায়, “রোগী এখন স্থিতিশীল আছে এবং সেপ্টেম্বরে চিহ্নিত হওয়া কোলন টিউমারের জন্য চিকিৎসা চালিয়ে যাবে।”

শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, ৮১ বছর বয়সী এই ফুটবল গ্রেটের কেমোথেরাপি চলবে।

সেবার মাসখানেক হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন পেলে। এরপর গত ৮ ডিসেম্বর আবার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে পেলে হাসপাতাল থেকে বলেছিলেন, বড়দিনের আগেই বাড়ি ফিরবেন।

হাসপাতাল ছাড়ার পর পেলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন, যেখানে তিনি মুচকি হাসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই হাসির ছবিটা অহেতুক নয়। যেমন আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমি আমার পরিবারের সঙ্গেই বড় দিন পালন করব। আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের সব ধরনের খুদেবার্তার জন্য ধন্যবাদ।’

অনেকের মতেই ইতিহাসের সেরা ফুটবলার পেলে সাম্প্রতিক বছরগুলোয় নানা রোগের সঙ্গে লড়াই করছেন। শরীরের পেছন দিকের অস্ত্রোপচারের পর এখন তিনি সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। শরীরের আরও কিছু সমস্যায় ভুগতে হয়েছে তিনটি বিশ্বকাপ জয়ী তারকাকে।

আগামীনিউজ/বুরহান