হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মোস্তাফিজ অনিশ্চিত

খেলাধুলা ডেস্ক নভেম্বর ২০, ২০২১, ১০:৫৫ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের আশঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ দল। সোমবার শেষ ম্যাচে জয় না পেলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমানের সার্ভিস নাও পেতে পারে দল। শনিবার দ্বিতীয় ম্যাচে  বোলিংয়ের সময় পায়ে ব্যথা অনুভব করেন এই কাটার মাস্টার।

এদিন পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় পা নিয়ে অস্বস্তিতে ছিলেন মোস্তাফিজ। যে কারণে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে তার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। 

তাকে নেওয়া হয়েছে পর্যবেক্ষণে। রোববার আবারো দেখা হবে তার অবস্থা। এরপরই জানা যাবে তৃতীয় ম্যাচে মোস্তাফিজ খেলতে পারবেন কিনা।

আগামীনিউজ/শরিফ