নতুন কোচ নতুন অধিনায়কঃ মৌসুমের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক আগস্ট ১৪, ২০২১, ০২:৩৭ পিএম

ঢাকাঃ স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। শনিবার এস্তাদিও মেন্দিজোরোজাতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

ট্রফিশূন্য গেল মৌসুমকে ভুলে যেতে চায় রিয়াল মাদ্রিদ। জিদানের পরিবর্তে লস-ব্লাঙ্কোসদের কোচের দায়িত্বে ফিরেছেন কার্লো আনচেলত্তি।

প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন সার্জিও রামোস। তার পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো।