ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন শর্ত মেনে নিয়েছে বিসিবি

খেলাধুলা ডেস্ক জুন ২১, ২০২১, ০৩:২৬ পিএম

ঢাকাঃ বাংলাদেশ সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি কঠিন শর্ত জুড়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাঁদের এ শর্তগুলো মেনে নিয়েছে বিসিবি। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টে মাঠে গড়াবে সিরিজটি।

আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে সফরের আগে যে শর্তগুলো ক্রিকেট অস্ট্রেলিয়া ছুড়ে দিয়েছিল সেটি করতে রাজি হয়েছে বিসিবি। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বিডিক্রিকটাইমকে। তিন শর্তের প্রথমটি ছিল যে হোটেলে দলকে রাখা হবে সে হোটেলে যেন দুই দলের ক্রিকেটার এবং স্টাফ ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে না পারে।

বিসিবির জন্য এটি ব্যয়বহুল হলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দলের জন্য আলাদা হোটেলেরই ব্যবস্থা করেছে। দুই দলকেই রাখা হবে পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। আরেকটি শর্ত ছিল পাঁচটি ম্যাচই খেলবে এক ভেন্যুতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই শর্তেও রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।