সাকিব ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক জুন ১২, ২০২১, ০৪:৪০ পিএম
সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের ওপর মেজাজ হারিয়ে লাথি দিয়ে স্টাম্প ভেঙে ফেলা ও স্ট্যাম্প তুলে আছাড় মারার ঘটনায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি।

মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ জুন) ঢাকা প্রিমিয়ার লিগে সপ্তম রাউন্ডে আবাহনীর বিপক্ষে ম্যাচে আউট না দেয়ার প্রতিবাদে লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব আল হাসান। এরপর আম্পায়ারের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে কিছু বলতে থাকেন। অনেকটা সময় এমন আচরণ করেন সাকিব।

শুধু তাই নয় বৃষ্টি ও বাতাসের কারণে আম্পায়াররা যখন কভার আনার ডাক দেন তখন আবার মেজাজ হারান সাকিব আল হাসান। এবার তেড়েফুড়ে গিয়ে ৩ স্টাম্প তুলে ছুঁড়ে ফেলেন।

যদিও রাতেই অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়েছেন তিনি।