সাকিব হতাশ করলেন

খেলাধুলা ডেস্ক মে ২৩, ২০২১, ০২:৫০ পিএম

ঢাকাঃ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে শুরুটা মোটেও ভালো হয়টি টাইগারদের। ব্যাট হাতে হতাশ করেছেন সাকিব আল হাসানও। এর আগে শূন্য রানে বিদায় নিয়েছেন ওপেনার লিটন দাস।

ধীরেগতিতে রানের চাকা সচল রাখেন সাকিব-তামিম জুটি। তবে দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়ার পর সাজঘরে ফিরলেন সাকিব। তিনে ব্যাটিংয়ে নামা সাকিব আলগা শটে উইকেট উপহার দিলেন।

অফস্পিনার গুনাথিলাকার বল ডাউন দা উইকেটে এসে উড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৩৪ বলে ১৫ রান করা সাকিব। দারুণ এক কভার ড্রাইভে বাউন্ডারি মেরে রানের খাতা খুললেও সাকিব আজ ইনিংস বড় করতে পারেননি।